Web Analytics

আওয়ামী লীগ নেতা সৈয়দ এ কে একরামুজ্জামান ওরফে সুখনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে। শুক্রবার (২ জানুয়ারি) জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা শারমিন আক্তার জাহান যাচাই-বাছাই শেষে এ সিদ্ধান্ত জানান। একরামুজ্জামান যাচাইয়ের সময় উপস্থিত ছিলেন না। পুলিশ সূত্রে জানা গেছে, তিনি একাধিক মামলার আসামি এবং বর্তমানে পলাতক।

নির্বাচন কার্যালয় ও স্থানীয় সূত্র জানায়, একরামুজ্জামান একসময় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ছিলেন। ২০২৪ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হওয়ায় তাকে দল থেকে বহিষ্কার করা হয়। পরে তিনি আওয়ামী লীগে যোগ দেন। তার হলফনামায় উল্লেখ আছে, ব্রাহ্মণবাড়িয়া সদর, নাসিরনগর, যাত্রাবাড়ী ও উত্তরা থানায় সাতটি মামলা তদন্তাধীন, যার বেশিরভাগই জুলাই গণঅভ্যুত্থান সংশ্লিষ্ট।

বিএনপি প্রার্থী আব্দুল হান্নান তার মনোনয়ন বাতিলের দাবি জানিয়ে বলেন, পলাতক আসামি হয়ে তিনি নির্বাচনে অংশ নিতে পারেন না। রিটার্নিং কর্মকর্তা জানান, দাখিল করা কাগজপত্র আইনগতভাবে সঠিক থাকায় মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে, তবে অভিযোগ নির্বাচন কমিশনে পাঠানো হয়েছে এবং আপিলের সুযোগ রয়েছে।

03 Jan 26 1NOJOR.COM

ব্রাহ্মণবাড়িয়া-১ আসনে পলাতক আ. লীগ নেতা একরামুজ্জামানের মনোনয়ন বৈধ ঘোষণা

Person of Interest

logo
No data found yet!