Web Analytics

বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীনের সঙ্গে রোববার চীনের ইউনান প্রদেশের গভর্নর ওয়াং ইউবো সাক্ষাৎ করেছে। বাণিজ্য উপদেষ্টা বলেন, বাংলাদেশ ও ইউনান প্রদেশের মধ্যে ব্যবসা-বাণিজ্য বৃদ্ধির বিপুল সম্ভাবনা রয়েছে। শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও পর্যটন খাতে সহযোগিতা বাড়ানোর সুযোগ রয়েছে। বিনিয়োগের সাথে এগ্রিকালচার ড্রোন সিস্টেম চালু করতে সহযোগিতা, ট্রেনারদের সক্ষমতা বৃদ্ধি, পেস্টিসাইড ম্যানেজমেন্ট ও খাদ্যশস্য উৎপাদনে এক্সপেরিমেন্টাল প্রকল্প গ্রহণের আহ্বান জানান তিনি। ট্যুরিজম অবকাঠামো উন্নয়নে এগিয়ে আসতে বলেন। গভর্নর ওয়াং ইউবো আগ্ৰহী জানিয়ে বলেন, বাংলাদেশ হতে আম ও ইলিশ মাছ আমদানিও করা হবে। তিনি বলেন, ইউনান প্রদেশের অবস্থান বাংলাদেশের নিকটেই। চট্টগ্রাম-কুনমিং ফ্লাইট চালু হলে দ্বিপক্ষীয় সম্পর্ক আরো গতি পাবে।

Card image

Person of Interest

logo
No data found yet!