জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীরা দাবি করেছেন, আজই কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) নির্বাচন অনুষ্ঠিত হতে হবে এবং নির্বাচন শেষে প্রশাসনকে পদত্যাগ করতে হবে। মঙ্গলবার সকাল সাড়ে ৮টায় ভোটগ্রহণ শুরু হওয়ার কথা থাকলেও বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুর পর উপাচার্য ড. রেজাউল করিমের নেতৃত্বে সিন্ডিকেট সভায় নির্বাচন স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়। শিক্ষার্থীরা অভিযোগ করেন, এই সিদ্ধান্ত নেওয়ার আগে তাদের মতামত নেওয়া হয়নি এবং তারা আজই নির্বাচন দাবি করেন।
নির্বাচন স্থগিতের সিদ্ধান্তে ক্ষুব্ধ শিক্ষার্থীরা উপাচার্যের ভবন ঘেরাও করে বিক্ষোভ করেন। বিক্ষোভে জবি ছাত্রদল সভাপতি মেহদি হাসান হিমেল ও ইসলামী ছাত্রশিবির সভাপতি ও ভিপি প্রার্থী রিয়াজুল ইসলাম অংশ নেন। নির্বাচন কমিশন জানায়, তারা সিন্ডিকেটের সিদ্ধান্ত মানতে বাধ্য এবং স্বাধীনভাবে ভোটগ্রহণ শুরু করা সম্ভব নয়। শিক্ষার্থীরা বলেন, সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে, তাই স্থগিতের সিদ্ধান্ত মেনে নেওয়া যাবে না।
উপাচার্য জানান, দেশে শোকাবহ পরিস্থিতি বিরাজ করছে এবং এই সময়ে কোনো উৎসবমুখর কার্যক্রম আয়োজন করা সমীচীন নয় বলেই নির্বাচন স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
জকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদে জবি শিক্ষার্থীদের বিক্ষোভ ও প্রশাসনের পদত্যাগ দাবি