Web Analytics

সাবেক তথ্য উপদেষ্টা মাহফুজ আলম বাংলাদেশের প্রতি আহ্বান জানিয়েছেন, শরীফ ওসমান হাদির হত্যাকারীদের ফেরত না দেওয়া পর্যন্ত ভারতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করতে। বৃহস্পতিবার রাতে হাদির মৃত্যুর পর অনুষ্ঠিত বিক্ষোভ মিছিলে তিনি এই আহ্বান জানান, যা দেশজুড়ে শোক ও ক্ষোভের সঞ্চার করেছে।

জুলাই বিপ্লবের অগ্রসেনানী ও ভারতীয় আধিপত্যবিরোধী কণ্ঠস্বর শরীফ ওসমান হাদি বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত ৯টা ৩০ মিনিটে সিঙ্গাপুরের একটি হাসপাতালে মারা যান। তার বয়স ছিল ৩২ বছর। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন, এবং ইনকিলাব মঞ্চের সামাজিক মাধ্যমে খবরটি প্রচারিত হয়। তার মৃত্যুতে দেশজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

ভারতের সঙ্গে সম্পর্ক ছিন্নের আহ্বানকে অনেকেই জাতীয়তাবাদী আবেগের বহিঃপ্রকাশ হিসেবে দেখছেন। বিশ্লেষকরা সতর্ক করেছেন, এই বক্তব্য যদি জনমনে আরও প্রভাব ফেলে, তবে তা দুই দেশের সম্পর্কের ওপর চাপ সৃষ্টি করতে পারে।

Card image

Person of Interest

logo
No data found yet!