যকসু নির্বাচন কমিশন ঘোষণা করেছে যে ভোট গণনা ওএমআর মেশিনের মাধ্যমে করা হবে, কারণ দুটি ভিন্ন মেশিনে ফলাফলের অমিল পাওয়া গেছে। মঙ্গলবার (৬ জানুয়ারি) রাত ১১টা ৫০ মিনিটে কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষে যকসু নির্বাচন কমিশনার অধ্যাপক ড. কানিজ ফাতেমা কাকলি এই ঘোষণা দেন। তিনি জানান, ২০ মিনিটের মধ্যে ভোট গণনা শুরু হবে।
ড. কাকলি জানান, ভিপি ও জিএস প্রার্থী, শিক্ষক সমিতি, বিভাগীয় প্রধান, ডিন, সিনেট সদস্য ও বিভিন্ন শিক্ষক সংগঠনের সঙ্গে বৈঠকের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রথমে ৩০০ ভোট হাতে গণনা করে দুটি মেশিনে পরীক্ষা করা হবে। যে মেশিনের ফল হাতে গণনার সঙ্গে মিলবে, সেই মেশিনেই পুরো ভোট গণনা হবে এবং মাঝে মাঝে হাতে গণনা করে যাচাই করা হবে।
দুটি ভিন্ন কোম্পানির মেশিনে বারবার ভিন্ন ফলাফল পাওয়ায় কমিশন ভোট গণনা স্থগিত করে প্রার্থীদের সঙ্গে দেড় ঘণ্টার বৈঠক শেষে রাতেই মেশিনে গণনা করার সিদ্ধান্ত নেয়। তবে ফলাফল প্রকাশের সময় জানানো হয়নি।
ফলাফলে অমিলের পর যকসু নির্বাচনে ওএমআর মেশিনে ভোট গণনার সিদ্ধান্ত