উত্তরার মাইলস্টোন স্কুলে বিমান বিধ্বস্তের ঘটনায় শিক্ষার্থীদের জীবন বাঁচাতে গিয়ে প্রাণ হারানো সাহসী শিক্ষিকা মাহেরীন চৌধুরীর প্রতি শ্রদ্ধা জানিয়েছে বাংলাদেশ বিমান বাহিনী। ২৩ জুলাই তার গ্রামের বাড়ি নীলফামারীর জলঢাকায় তার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে বিমানবাহিনীর একটি প্রতিনিধি দল। এ সময় তারা মাহেরীন চৌধুরীর আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। মাহেরীন অন্তত ২০ শিক্ষার্থীকে উদ্ধার করেছিলেন, তবে এতে নিজে গুরুতর দগ্ধ হন এবং পরে মৃত্যু হয়।
উত্তরার মাইলস্টোন স্কুলে বিমান বিধ্বস্তের ঘটনায় শিক্ষার্থীদের জীবন বাঁচাতে গিয়ে প্রাণ হারানো সাহসী শিক্ষিকা মাহেরীন চৌধুরীর প্রতি শ্রদ্ধা জানিয়েছে বাংলাদেশ বিমান বাহিনী।