বরিশালের মুলাদী উপজেলায় নির্বাচনি প্রচারের সময় বাংলাদেশ আমার পার্টির (এবি পার্টি) এক কর্মীর ওপর বিএনপি কর্মীদের হামলার অভিযোগ উঠেছে। রোববার দুপুর সাড়ে ১২টার দিকে চরকালেখান ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের লক্ষীপুর গ্রামে এ ঘটনা ঘটে। আহত কর্মীর নাম জুনায়েদ, যাকে গুরুতর অবস্থায় মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, বরিশাল-৩ (মুলাদী–বাবুগঞ্জ) আসনে ১১ দলীয় জোট প্রার্থী ও এবি পার্টির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদের পক্ষে ঈগল প্রতীকের স্টিকার লাগাচ্ছিলেন দলের কর্মীরা। এ সময় মো. স্বাধীব ও মো. রনি নামে দুই ভাই স্টিকার লাগাতে বাধা দেন এবং পরে ইট দিয়ে আঘাত করে জুনায়েদের মাথা ফাটিয়ে দেন। স্থানীয়রা আহতকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।
ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। এবি পার্টির নেতাকর্মীরা ঘটনাস্থলে গিয়ে হামলার নিন্দা জানিয়ে দোষীদের দ্রুত গ্রেপ্তারের দাবি করেন। মুলাদী থানার ওসি ফয়েজ উদ্দীন মৃধা জানান, লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বরিশালে নির্বাচনি প্রচারে বিএনপি কর্মীদের হামলায় এবি পার্টির কর্মী আহত