Web Analytics

ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ মঙ্গলবার রাতে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার চাড়ালডাংগা সীমান্ত দিয়ে নারী ও শিশুসহ ১৭ বাংলাদেশিকে পুশ-ইন করেছে। বুধবার ভোরে সীমান্ত থেকে প্রায় তিন কিলোমিটার দূরে শিবনগর বাজার এলাকা থেকে তাদের আটক করে বিজিবি। বিজিবির ১৬ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজিবির তথ্যমতে, আটককৃতদের মধ্যে আটজন পুরুষ, পাঁচজন নারী ও চারজন শিশু রয়েছে। তারা খুলনা ও যশোর জেলার বাসিন্দা। তারা অবৈধভাবে ভারতে প্রবেশ করে দেশটির পুলিশের হাতে গ্রেপ্তার হন এবং আগ্রা কারাগারে তিন বছর সাজা ভোগ করেন। সম্প্রতি সাজা শেষ হলে ভারতীয় পুলিশ তাদের বিএসএফের কাছে হস্তান্তর করে।

পরে বিএসএফের ১২ ব্যাটালিয়নের টিলাশন ক্যাম্পের সদস্যরা তাদের বাংলাদেশে পুশ-ইন করে। বিজিবি পরে তাদের গোমস্তাপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করে।

14 Jan 26 1NOJOR.COM

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে নারী ও শিশুসহ ১৭ বাংলাদেশিকে পুশ-ইন করেছে বিএসএফ

Person of Interest

logo
No data found yet!