Web Analytics

বাংলাদেশ খেলাফত মজলিসের নেতারা অভিযোগ করেছেন, প্রশাসনিক দুর্বলতা ও আইনশৃঙ্খলার অবনতির কারণে জুলাই গণঅভ্যুত্থানের নেতাদের জীবন এখন হুমকির মুখে। রাজধানীর পল্টনে দলের কেন্দ্রীয় নির্বাহী বৈঠকে তারা বলেন, ফ্যাসিবাদী সন্ত্রাসীরা বেপরোয়া হয়ে উঠেছে এবং জাতীয় নির্বাচন বানচালের ষড়যন্ত্রে লিপ্ত। তারা দাবি করেন, প্রশাসন ও নির্বাচন কমিশন এখনো কার্যকর পদক্ষেপ নেয়নি।

নেতারা ওসমান হাদির ওপর হামলার ঘটনায় অপরাধীদের গ্রেপ্তার না করাকে প্রশাসনের ব্যর্থতা হিসেবে উল্লেখ করেন। বৈঠকে সিনিয়র নায়েবে আমির মাওলানা সাখাওয়াত হোসাইন ও মহাসচিব ড. আহমদ আবদুল কাদেরসহ অন্যান্য নেতারা অবিলম্বে আইনশৃঙ্খলা বাহিনীর টহল, অবৈধ অস্ত্র উদ্ধার ও সাঁড়াশি অভিযান জোরদারের আহ্বান জানান।

খেলাফত মজলিস নির্বাচনকালীন ওয়াজ মাহফিলের ওপর বিধিনিষেধ আরোপের পরিকল্পনারও তীব্র সমালোচনা করে নির্বাচন কমিশনকে এমন সিদ্ধান্ত থেকে বিরত থাকার আহ্বান জানায়। বৈঠকে আহত শরীফ ওসমান হাদির দ্রুত আরোগ্য কামনা করে বিশেষ দোয়া করা হয়।

Card image

Person of Interest

logo
No data found yet!