বিশ্বকাপে তখনও সেঞ্চুরির দেখা পায়নি কোনো বাংলাদেশি। সেই বৃত্ত ২০১৫ সালে ইংল্যান্ডের কার্ডিফে ভেঙে দেন মাহমুদউল্লাহ রিয়াদ। ইংলিশদের হারিয়ে ইতিহাসও গড়ে বসে বাংলাদেশ। সেই দিনটির স্মরণ করেন মাশরাফি। এর আগে বুধবার এক পোস্টে অবসরের ঘোষণা দেন মাহমুদুল্লাহ। ফেসবুকে দীর্ঘ পোস্টে স্মৃতি রোমন্থনের পাশাপাশি মাহমুদউল্লাহর সামনের দিনগুলোর শুভকামনা জানিয়েছেন মাশরাফি। বলেছেন, বড় মঞ্চে তুই যেভাবে নিজের সেরাটা মেলে ধরেছিস, সেই পথ অনুসরণ করবে প্রজন্মের পর প্রজন্ম।