শনিবার শেরপুর নালিতাবাড়ীতে ফেসবুক পোস্টে হা হা রিঅ্যাক্ট দেওয়ার জেরে ছুরিকাঘাতে আবু নাঈম (১৭) নামে এক কিশোর নিহত হয়েছে। অভিযুক্ত সবুজ মিয়াকে (১৮) আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা। জানা যায়, সবুজের ফেসবুক স্ট্যাটাসে হা হা রিঅ্যাক্ট করে প্রতিবেশী আবু নাঈম। এর জেরে মেসেঞ্জারে দুজনের ঝগড়া হয়। তারপর দুপুরে নাঈমকে নয়াবিল বাজারে পেয়েই তার বুকে ছুরিকাঘাত করে সবুজ। পরে নাঈমকে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি হলে ময়মনসিংহ মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।