সরকারি নির্দেশনা মেনে টঙ্গীর ইজতেমা মাঠে কোনো ধরনের জমায়েত না করার সিদ্ধান্ত নিয়েছে তাবলিগ জামাত বাংলাদেশ (শুরায়ী নেজাম)। স্বরাষ্ট্র মন্ত্রণালয় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে তুরাগ নদীর তীরে খুরুজের জোড়সহ কোনো সমাবেশ বা অনুষ্ঠান না করার অনুরোধ জানায়। মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান জানান, ২ থেকে ৪ জানুয়ারি নির্ধারিত খুরুজের জোড়ে অংশগ্রহণকারীদের নিজ নিজ জেলা থেকে বের হতে বলা হয়েছে। ইতোমধ্যে টঙ্গী মাঠে নির্মিত প্যান্ডেল খুলে ফেলার কাজ শুরু হয়েছে এবং পুলিশ বিষয়টি পর্যবেক্ষণ করছে।
রায়হান বলেন, প্রশাসনের সিদ্ধান্তের প্রতি তাবলিগের মুরুব্বিরা সবসময় শ্রদ্ধাশীল। তিনি অতীতের সহিংস ঘটনার প্রসঙ্গ টেনে বলেন, সাদপন্থীদের হামলায় ২০১৮ ও ২০২৪ সালে বহু সাথী আহত ও নিহত হন, যা তাবলিগের ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছে। তার মতে, এসব ঘটনার কারণে সংশ্লিষ্ট পক্ষ ইজতেমা মাঠে কার্যক্রম পরিচালনার নৈতিক অধিকার হারিয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, নির্বাচন ও গণভোট শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। নির্বাচন শেষে টঙ্গীতে বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হবে।
জাতীয় নির্বাচন সামনে রেখে সরকারি নির্দেশে টঙ্গী ইজতেমা স্থলে জমায়েত বন্ধ