Web Analytics

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের নির্বাচন কমিশনকে সতর্ক করে বলেছেন, আগামী জাতীয় নির্বাচন যদি সাজানো বা প্রভাবিত হয়, তাহলে বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হবে। বুধবার (৭ জানুয়ারি) আগারগাঁওস্থ নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ কথা জানান। তিনি বলেন, সুষ্ঠু নির্বাচনের জন্য কেন্দ্রগুলোতে সিসিটিভি ক্যামেরা স্থাপনের প্রস্তাব দিয়েছেন।

ডা. তাহের অভিযোগ করেন, একটি দলের ১২-১৩ জন প্রার্থীর দ্বৈত নাগরিকত্ব থাকা সত্ত্বেও তাদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে, যা প্রশাসনের বৈষম্যমূলক আচরণ। তিনি আরও বলেন, একজন প্রার্থীকে অতিরিক্ত সুরক্ষা দেওয়া হচ্ছে, যা সমান প্রতিযোগিতার পরিবেশকে প্রশ্নবিদ্ধ করছে। অন্য একটি দলের পক্ষ থেকে বিভিন্ন কার্ড বিতরণ করা হচ্ছে, যা আচরণবিধি লঙ্ঘন। তিনি স্পষ্ট করেন, জামায়াত কোনো এসপি-ডিসির তালিকা দেয়নি এবং তারেক রহমানের সঙ্গে কোনো আনুষ্ঠানিক বৈঠকও হয়নি, সেটি ছিল সমবেদনা জানাতে দেখা করা।

বৈঠকে জামায়াতের ছয় সদস্যের প্রতিনিধি দল, চার নির্বাচন কমিশনার ও ইসি সচিব উপস্থিত ছিলেন।

07 Jan 26 1NOJOR.COM

সাজানো নির্বাচন হলে বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হবে বলে সতর্ক করলেন জামায়াত নেতা

Person of Interest

logo
No data found yet!