Web Analytics

জুলাই গণঅভ্যুত্থানে আহতদের চিকিৎসা নিয়ে সরকারি হাসপাতালের গড়িমসি ও উপদেষ্টা পরিষদের নিষ্ক্রিয়তায় ক্ষোভ প্রকাশ করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সভাপতি রিফাত রশীদ। রিফাত বলেন, উপদেষ্টা পরিষদের কারও যদি সদিচ্ছার ঘাটতি থাকে তাদের বলবো উপদেষ্টার চেয়ার ছেড়ে দেন। জুলাই আহত-নিহতদের জন্য যাদের দরদ নাই, তাদের চেয়ারে থাকার দরকার নাই। এসব নিয়ে স্বাস্থ্য উপদেষ্টাকে ধরতে হবে। তিনি বলেন, আহতদের যথাযথ চিকিৎসা দেওয়া হচ্ছে না, বরং একটি রাজনৈতিক দলের চিকিৎসক সিন্ডিকেট তাদের বাধা হিসেবে দেখছে। নেতারা অভিযোগ করেন, মানসিক ট্রমা কাটাতে কাউন্সেলিং পর্যন্ত হয়নি, বরং আশ্বাস দিয়ে সময়ক্ষেপণ করা হয়েছে। আহতদের উন্নত চিকিৎসা ও পুনর্বাসনের দাবিতে কেন্দ্রীয় নেতারা নিটোর ও মিরপুরে আহতদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন এবং ‘চিকিৎসা নিয়ে সিন্ডিকেট চলবে না’ স্লোগান দেন।

06 Jul 25 1NOJOR.COM

যাদের রক্তের ম্যান্ডেটে সরকার গদিতে বসেছে, আজকে তারাই নির্যাতিত-নিগৃহীত। আহতরা পরিপূর্ণ চিকিৎসার দাবিতে আন্দোলন করছে। অথচ চিকিৎসা সাংবিধানিকভাবে মৌলিক চাহিদাগুলোর একটি: রিফাত রশীদ

Person of Interest

logo
No data found yet!