বাংলাদেশের সন্ত্রাসবিরোধী আইনে সাংবাদিক আনিস আলমগীর, অভিনেত্রী মেহের আফরোজ শাওনসহ চারজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। রোববার রাতে রাজধানীর উত্তরা পশ্চিম থানায় জুলাই রেভ্যুলেশনারী এলায়েন্সের কেন্দ্রীয় সংগঠক আরিয়ান আহমেদ এ অভিযোগ দায়ের করেন। অভিযোগে বলা হয়, অভিযুক্তরা ২০২৪ সালের জুলাই মাসের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পর নিষিদ্ধ সংগঠন পুনরুজ্জীবিত করার প্রচারণা চালিয়ে রাষ্ট্রের স্থিতিশীলতা নষ্টের ষড়যন্ত্রে লিপ্ত ছিলেন।
অভিযোগে আরও বলা হয়, তারা সামাজিক যোগাযোগমাধ্যম ও টেলিভিশনের আলোচনায় অংশ নিয়ে নিষিদ্ধ সংগঠনগুলোর পক্ষে প্রচারণা চালিয়েছেন, যা ছাত্রলীগ ও যুবলীগের কর্মীদের উসকে দিয়েছে। অভিযোগ দায়েরের পর ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) সাংবাদিক আনিস আলমগীরকে জিজ্ঞাসাবাদের জন্য কার্যালয়ে নিয়ে যায়। ডিবি প্রধান বিষয়টি নিশ্চিত করে জানান, জিজ্ঞাসাবাদ শেষে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
ঘটনাটি গণমাধ্যম ও নাগরিক সমাজে আলোচনার জন্ম দিয়েছে। পর্যবেক্ষকরা বলছেন, জনপরিচিত ব্যক্তিদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইন প্রয়োগের বিষয়টি সংবেদনশীল এবং এর পরিণতি রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ হতে পারে।