Web Analytics

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক গুরুত্বপূর্ণ ব্যক্তি ও সংসদ সদস্য পদপ্রার্থীদের জন্য আগ্নেয়াস্ত্র লাইসেন্স ও সশস্ত্র রক্ষী নিয়োগে নতুন নীতিমালা প্রকাশ করেছে বাংলাদেশ সরকার। স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘোষিত ‘আগ্নেয়াস্ত্র লাইসেন্স ও রিটেইনার নিয়োগ নীতিমালা–২০২৫’-এ বলা হয়েছে, লাইসেন্স পেতে হলে সরকার স্বীকৃত রাজনৈতিক গুরুত্বপূর্ণ ব্যক্তি হতে হবে, মনোনয়নপত্র দাখিল করতে হবে, নিরাপত্তা ঝুঁকি যাচাই থাকতে হবে এবং শারীরিক ও মানসিকভাবে সক্ষম হতে হবে।

নীতিমালা অনুযায়ী, নির্বাচনের ফল ঘোষণার পর ১৫ দিন পর্যন্ত লাইসেন্স কার্যকর থাকবে এবং এরপর তা স্বয়ংক্রিয়ভাবে বাতিল হবে। তবে প্রযোজ্য শর্ত পূরণ হলে এই সাময়িক লাইসেন্স সাধারণ লাইসেন্সে রূপান্তর করা যাবে। কোনো ধরনের অপব্যবহার বা আচরণবিধি লঙ্ঘনের ক্ষেত্রে লাইসেন্স তাৎক্ষণিকভাবে বাতিল করা হবে, যদিও আপিলের সুযোগ থাকবে।

নীতিমালায় অস্ত্র ব্যবহারে সতর্কতা, লাইসেন্স বহনের বাধ্যবাধকতা এবং নির্বাচন কমিশনের আচরণবিধি মেনে চলার নির্দেশনা দেওয়া হয়েছে। সরকারের মতে, এই পদক্ষেপ প্রার্থীদের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি নির্বাচনী শৃঙ্খলা বজায় রাখতে সহায়ক হবে।

Card image

Person of Interest

logo
No data found yet!