বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বৃহস্পতিবার (১ জানুয়ারি ২০২৬) অধ্যাপক মো. সায়েদুর রহমানকে পুনরায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বিশেষ সহকারী হিসেবে নিয়োগ দিয়েছেন। প্রতিমন্ত্রীর পদমর্যাদায় এই নিয়োগের প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। এর একদিন আগে, ৩০ ডিসেম্বর তার পদত্যাগপত্র গৃহীত হয়েছিল।
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক সায়েদুর রহমান জানান, চাকরির মেয়াদ শেষ হওয়ায় অবসর প্রক্রিয়ার অংশ হিসেবে তিনি পদত্যাগ করেছিলেন। বিবিসি বাংলাকে তিনি বলেন, পুনরায় একই পদে থেকে আগের দায়িত্বই পালন করবেন। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি লিখেছিলেন, অবসর গ্রহণের জন্য বিশেষ রাষ্ট্রীয় দায়িত্ব থেকে অব্যাহতি চেয়ে পদত্যাগ করেছিলেন।
গত বছরের নভেম্বরে প্রধান উপদেষ্টা তিনজন বিশেষ সহকারী নিয়োগ দিয়েছিলেন, যারা স্বাস্থ্য, স্বরাষ্ট্র ও শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টাদের সহায়তা করতেন। তাদের মধ্যে স্বরাষ্ট্র ও শিক্ষা মন্ত্রণালয়ের বিশেষ সহকারীরা ইতিমধ্যে পদত্যাগ করেছেন, তবে অধ্যাপক সায়েদুর রহমান পুনরায় তার আগের পদে ফিরে এসেছেন।
পদত্যাগের একদিন পরই স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিশেষ সহকারী পদে ফিরলেন সায়েদুর রহমান