গত ২৪ এপ্রিলে মিয়ানমার হতে বাংলাদেশে মানব পাচারকালে মোঃ সাইফুল ইসলামসহ পাচারকারী চক্রের সদস্যদের আটক করতে অভিযান পরিচালনা করে বিজিবি। এ সময় পালিয়ে যেতে সক্ষম হলেও ভুক্তভোগীদের উদ্ধার করা সম্ভব হয়। ভুক্তভোগীদের কাছ থেকে প্রাপ্ত তথ্য উপাত্তের পর্যালোচনা ও বিশ্লেষণ করে মানব পাচারকারীদের গ্রেফতারে মেরিন ড্রাইভ সড়ক এবং দমদমিয়া এলাকায় বেশ কিছু অভিযান পরিচালনা করা হয়। জানা যায়, মানব পাচারকারী চক্রটি টেকনাফ দক্ষিণ লম্বরী এলাকায় বেশ কিছু বাংলাদেশি নাগরিককে অপহরণ করে গোপনস্থানে জিম্মি করে রেখেছে। বিজিবি সাইফুল ইসলাম (৩৯)’র গোপন আস্তানায় সাঁড়াশি অভিযান পরিচালনা করে। অভিযানে ১৪ জন অপহৃত বাংলাদেশি নাগরিককে অক্ষত বা জীবিত অবস্থায় উদ্ধার করা হয়।
অপহরণকারীর আস্তানা থেকে ১৪ বাংলাদেশিকে উদ্ধার বিজিবির