পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার খারিজা ভাজনী গ্রামে জমি দখল নিতে সংখ্যালঘু পরিবারের দুই ভাইয়ের জাতীয় পরিচয়পত্র বাতিলের চক্রান্ত করার অভিযোগ উঠেছে স্থানীয় কয়েকজন ভূমিদস্যুর বিরুদ্ধে। তার ফিরতে পারছেন না গ্রামে। ভুক্তভোগী ভবেন্দ্রনাথের অভিযোগ, স্থানীয় এক ইউনিয়ন চেয়ারম্যান বিগত ফ্যাসিস্ট আওয়ামী সরকারের ১৫ বছর তাদের নাগরিক সনদ ও জন্মনিবন্ধন প্রদান না করে ভূমিদস্যুদের পক্ষ নিয়েছেন। পরে এনআইডি হলেও তা স্থগিত করে রাখা হয়েছে। এছাড়া তাদের জমি দখল করতে ১৯৭২ সালে তাদের পিতাকেও হত্যা করা হয়। ভবেন্দ্রনাথ জানান, হত্যার পেছনে ফিরোজ শেখ, চাঁন মিয়া, আনোয়ার হোসেন হরমুজ, আমির আলী গার্ড ও ময়েজ উদ্দিনসহ কয়েকজন স্থানীয় ভূমিদস্যু জড়িত ছিলেন। তখন প্রাণভয়ে এলাকা ছাড়লে ভুয়া দলিলে জমি দখল করে ফেলা হয়।
পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার খারিজা ভাজনী গ্রামে জমি দখল নিতে সংখ্যালঘু পরিবারের দুই ভাইয়ের জাতীয় পরিচয়পত্র বাতিলের চক্রান্ত করার অভিযোগ উঠেছে স্থানীয় কয়েকজন ভূমিদস্যুর বিরুদ্ধে।