বাংলাদেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা তাদের ঘোষিত সারাদেশব্যাপী ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি সাময়িকভাবে স্থগিত করেছেন। বৃহস্পতিবার রাতে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী রোববার থেকে শুরু হওয়া তৃতীয় প্রান্তিক বা বার্ষিক পরীক্ষার সময় শিক্ষার্থীদের স্বার্থ বিবেচনায় কর্মসূচি স্থগিত থাকবে। প্রাথমিক সহকারী শিক্ষকদের ন্যায্য তিন দফা দাবি আদায়ের আন্দোলন চালিয়ে যাচ্ছে ‘দাবি বাস্তবায়ন পরিষদ’ ও ‘ঐক্য পরিষদ’। এদিকে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর প্রশাসনিক কারণ দেখিয়ে আন্দোলনরত বহু সহকারী শিক্ষককে ভিন্ন জেলায় বদলি করেছে। আন্দোলনের নেতৃত্বে থাকা কয়েকজন শিক্ষকও এই বদলির তালিকায় রয়েছেন। পরীক্ষার পর পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানিয়েছেন আন্দোলনকারীরা।
পরীক্ষার সময় প্রাথমিক শিক্ষকদের শাটডাউন স্থগিত, আন্দোলনকারীদের বদলি করেছে কর্তৃপক্ষ