তারেক রহমান বলেছেন, রাজনীতিতে ধীরে ধীরে দৃশ্যমান হচ্ছে অদৃশ্য শক্তি ও ফ্যাসিবাদী ষড়যন্ত্রকারীরা। তাদের মোকাবিলা করতে হলে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। এ পর্যন্ত দেশের উন্নয়ন-অগ্রগতিতে যত কাজ হয়েছে, এর ৭০ ভাগই হয়েছে বিএনপির আমলে। প্রতিরোধভিত্তিক স্বাস্থ্য সেবাকে গুরুত্ব দিয়ে আগামী ১০ বছরের মধ্যে একটি সুস্থ তরুণ প্রজন্ম গড়ে তোলাই আমাদের লক্ষ্য। এছাড়া প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা পাঠক্রমে মানবিক মূল্যবোধকে প্রাধান্য দিয়ে সুনাগরিক আর নেতৃত্ব প্রদানে সক্ষম তারুণ্য গড়তে চাই। ভারপ্রাপ্ত চেয়ারম্যান আরও বলেন, সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু পরিচয়কে নির্বাসনে পাঠিয়ে সবার অংশগ্রহণে আমরা সম্প্রীতির বাংলাদেশ গড়তে চাই। আরো বলেন, বিএনপি যদি সুষ্ঠু ভোটে ক্ষমতায় আসে ৩১ দফা বাস্তবায়ন করা হবে।
ফ্যাসিস্টরা সক্রিয় হচ্ছে, ঐক্যবদ্ধ হতে হবে: তারেক রহমান