পেকুয়ায় সাবেক এমপি ও চকরিয়া উপজেলা আওয়ামী লীগ সভাপতি জাফর আলমের ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি ও অঙ্গসংগঠনের শতশত নেতাকর্মী। বৃহস্পতিবার সকাল ১০টায় পেকুয়া চৌমুহনী থেকে মিছিল শুরু হয়ে আশপাশের এলাকা ঘুরে একই স্থানে এসে সমাবেশে মিলিত হয়। সমাবেশে উপজেলা বিএনপির সভাপতি এম বাহাদুর শাহ জাফর আলমের সর্বোচ্চ শাস্তির দাবি জানান। পুলিশ জানায়, জাফর আলম বর্তমানে তিন মামলায় পেকুয়া থানায় সাত দিনের রিমান্ডে রয়েছেন। ২০১৮ সালের নির্বাচনে কেন্দ্র দখল ও ব্যালট জালিয়াতির মামলায় তাকে তিন দিনের নতুন রিমান্ড দিয়েছে আদালত।
সাবেক এমপি ও চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাফর আলমের ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।