Web Analytics

ইউনেস্কো ঘোষিত বিশ্ব ঐতিহ্য বাগেরহাটের ষাটগম্বুজ মসজিদ জলবায়ু পরিবর্তন ও অতিরিক্ত লবণাক্ততার কারণে দ্রুত ক্ষয়ের মুখে পড়েছে। মসজিদের দেয়াল, গম্বুজ, স্তম্ভ ও বিশেষ করে মিহরাবে ফাটল, চুন খসে পড়া এবং সাদা লবণের স্তর স্পষ্টভাবে দেখা যাচ্ছে। খুলনা বিশ্ববিদ্যালয়, ন্যাশনাল জিওগ্রাফিক সোসাইটি ও আইকমসের যৌথ গবেষণায় দেখা গেছে, তাপমাত্রা বৃদ্ধি, শিল্প দূষণ, বর্ষাকালের আর্দ্রতা ও ভূগর্ভস্থ লবণাক্ততা ক্ষয়কে আরও ত্বরান্বিত করছে। প্রত্নতত্ত্ব অধিদপ্তর সাবেক ডিজি ড. মো. শফিকুল আলমের নেতৃত্বে পাঁচ সদস্যের বিশেষজ্ঞ কমিটি গঠন করেছে, যারা জানিয়েছেন মিহরাব যেকোনো সময় ধসে পড়তে পারে। লোহার ক্ল্যাম্পে জং ধরায় স্থাপনার ভার বহনক্ষমতা কমে গেছে। আঞ্চলিক পরিচালক লাভলী ইয়াসমিন জানান, ইউনেস্কোর সহায়তায় ক্ষয়-মানচিত্র তৈরি ও আন্তর্জাতিক বিশেষজ্ঞদের যুক্ত করে সংরক্ষণ কাজ শুরু হবে। বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, দ্রুত পদক্ষেপ না নিলে মসজিদটি ‘বিপন্ন বিশ্ব ঐতিহ্য’ হিসেবে ঘোষিত হতে পারে।

24 Nov 25 1NOJOR.COM

বাগেরহাটের ইউনেস্কো ঐতিহ্য ষাটগম্বুজ মসজিদ লবণাক্ততা ও জলবায়ু পরিবর্তনে দ্রুত ক্ষয়ের মুখে

Person of Interest

logo
No data found yet!