অ্যাপল আগামী বছর আইফোন ১৭ সিরিজে নতুন একটি সাশ্রয়ী সংস্করণ ‘আইফোন ১৭ই’ বাজারে আনতে পারে বলে আন্তর্জাতিক গণমাধ্যম জানিয়েছে। ধারণা করা হচ্ছে, ২০২৬ সালের শুরুর দিকেই ফোনটি উন্মোচিত হবে। এতে ব্যবহার করা হবে অ্যাপলের সর্বাধুনিক এ১৯ চিপ, যা গেমিং, ছবি প্রক্রিয়াকরণ ও এআই-নির্ভর কাজে উন্নত পারফরম্যান্স দেবে।
বিশ্লেষকদের মতে, সিপিইউতে সামান্য উন্নতি হলেও জিপিইউ কর্মক্ষমতায় বড় পরিবর্তন আসবে। ডিজাইনে যুক্ত হতে পারে ডায়নামিক আইল্যান্ড, যা পুরোনো নচ ডিজাইনের পরিবর্তে আধুনিক লুক ও উন্নত নোটিফিকেশন সুবিধা দেবে। ক্যামেরা বিভাগেও নতুনত্ব আসতে পারে—১৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা ও সেন্টার স্টেজ প্রযুক্তি যুক্ত হতে পারে, যা ভিডিও কলে ফ্রেম স্বয়ংক্রিয়ভাবে সামঞ্জস্য করবে।
যদিও দাম ও প্রকাশের তারিখ এখনো ঘোষণা হয়নি, বিশ্লেষকরা ফেব্রুয়ারি ২০২৬-এ উন্মোচনের সম্ভাবনা দেখছেন। বর্তমানে বাংলাদেশে আইফোন ১৬ই-এর দাম প্রায় ৭৫ হাজার টাকা।
অ্যাপল ২০২৬ সালের শুরুতে এ১৯ চিপসহ সাশ্রয়ী আইফোন ১৭ই উন্মোচন করতে যাচ্ছে