বাংলাদেশের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে ২৬ বছর পর মুক্তি পেয়েছেন পাকিস্তানি নাগরিক রইস খান। তিনি ১৯৯৯ সালের ২৯ সেপ্টেম্বর থেকে কারাগারে ছিলেন এবং রমনা থানার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের করা মামলায় ২০০৫ সালের ৭ জুলাই তার সাজা হয়। চলতি বছরের ২৪ সেপ্টেম্বর তার সাজার মেয়াদ শেষ হলেও তিনি মুক্তিপ্রাপ্ত বন্দি হিসেবে কারাগারে ছিলেন। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে বিশেষ শাখা ও পাকিস্তান দূতাবাসের প্রতিনিধিদের উপস্থিতিতে তাকে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়। কারা কর্তৃপক্ষ জানিয়েছে, রইস খান পাকিস্তানের করাচি জেলার গুলজার হিজরি থানার দিন মোহাম্মদের ছেলে। দীর্ঘ আইনি ও কূটনৈতিক প্রক্রিয়া শেষে তার মুক্তি কার্যকর হয়।
২৬ বছর পর মাদক মামলায় সাজাপ্রাপ্ত পাকিস্তানি রইস খানের মুক্তি বাংলাদেশে