সিরিয়ার মধ্যাঞ্চলের ঐতিহাসিক শহর পালমিরার কাছে আইএসের হামলায় দুই মার্কিন সেনা ও এক দোভাষী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিন মার্কিন সেনা। স্থানীয় সময় ১৩ ডিসেম্বর মার্কিন ও সিরীয় বাহিনীর যৌথ অভিযানের সময় এই হামলা ঘটে বলে জানিয়েছে পেন্টাগন। এক মাসেরও কম আগে দুই দেশ আইএসবিরোধী সহযোগিতা চুক্তি স্বাক্ষর করেছিল।
পেন্টাগনের মুখপাত্র শন পারনেল জানান, সেনারা স্থানীয় নেতাদের সঙ্গে বৈঠক করছিলেন, তখনই এক বন্দুকধারী গুলি চালায়। হামলাকারী ঘটনাস্থলেই নিহত হয়। স্থানীয় সূত্রে জানা যায়, হামলাকারী সিরিয়ার নিরাপত্তা বাহিনীর সদস্য ছিলেন এবং তার মধ্যে চরমপন্থি চিন্তাধারা ছিল। সিরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম জানায়, দুই সিরীয় নিরাপত্তা সদস্যও আহত হন। মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ সতর্ক করে বলেন, যারা মার্কিন নাগরিকদের লক্ষ্য করবে, তাদের পরিণতি ভয়াবহ হবে।
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হামলাকে “ভয়াবহ” বলে উল্লেখ করে ট্রুথ সোশ্যালে “কঠোর প্রতিশোধের” হুঁশিয়ারি দেন এবং নিহতদের “মহান দেশপ্রেমিক” হিসেবে আখ্যা দেন।
সিরিয়ায় আইএস হামলায় দুই মার্কিন সেনা নিহত, ট্রাম্পের কঠোর প্রতিশোধের হুঁশিয়ারি