বিএনপির শফিকুল হক মিলন বলেছেন, ঢাকার মিটফোর্ড হত্যাকাণ্ড পূর্বপরিকল্পিত এবং ব্যবসা নিয়ে দ্বন্দ্বের ফল। তিনি জানান, নিহত ব্যক্তিও বিএনপি করতেন, কিন্তু দলের প্রতি অন্যায়ভাবে বেশি আগ্রহ দেখানো হচ্ছে। বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র রুখতে নেতাকর্মীদের মাঠে নামার আহ্বান জানান তিনি। মিলন বলেন, তারা বিএনপি’র প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও যুবদলকে নিয়ে বাজে শ্লোগান দিয়েছে এবং যে কাণ্ড ঘটিয়েছে তার দাঁত ভাঙ্গা জবাব দেয়া হবে। বিএনপি যেমন অন্যায়কে প্রশ্রয় দেয় না, তেমনি কেউ অন্যায় বলে যাবে এটা সহ্য করবে না বলে হুঁশিয়ারি দেন তিনি। তিনি তারেক রহমানের ৩১ দফা রাষ্ট্র কাঠামো সংস্কারের উদ্যোগের কথা তুলে ধরেন এবং দেশে ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা বলেন।
মিটফোর্ড হত্যাকাণ্ড পূর্বপরিকল্পিত, বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র রুখতে মাঠে নামার আহ্বান শফিকুল হকের।