ভারতে ওয়াকফ সংশোধনী বিল ২০২৫ পাশের ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ জানিয়েছে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি। এক বিবৃতিতে বলা হয়, বিজেপি সরকারের এই মুসলিমবিদ্বেষী তৎপরতায় দেশটির মুসলমান জনগোষ্ঠী আরও ক্ষমতাহীন ও নিরাপত্তাহীন হয়ে পড়বে। ভারতের সংবিধানবিরোধী ও ফেডারেল কাঠামোর পরিপন্থি বলেও অভিহিত করা হয়। আরো বলা হয়, "এই বিল জমি-জিরাত সংক্রান্ত মুসলমানদের শত শত বছর ধরে চলে আসা স্থাবর সম্পত্তির ওপর গুরুতর আঘাত। এর মাধ্যমে ওয়াকফ বোর্ডে অমুসলিমরাও সদস্য হতে পারবেন, এমনকি তারা বোর্ডের প্রধান নির্বাহীও হতে পারবেন। এই বিলের মাধ্যমে ওয়াকফ সম্পত্তি ব্যবহারের ভিত্তিতে স্বত্তাধিকারী হওয়ার বিধানও বাস্তবে বাতিল হয়ে যাবে।" তাই অবিলম্বে এই বিল বাতিলের আহ্বান জানানো হয়।