Web Analytics

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো যুক্তরাষ্ট্র ও সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ‘ক্রমবর্ধমান ও অবৈধ হুমকি’ মোকাবিলার জন্য তেল রপ্তানিকারক দেশগুলোর সংগঠন ওপেকের সহায়তা চেয়েছেন। ওপেক সদস্যদের উদ্দেশে পাঠানো এক চিঠিতে তিনি অভিযোগ করেন, যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার বিশাল তেলসম্পদ দখলের চেষ্টা করছে। রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম টেলেসুরে প্রকাশিত চিঠিতে মাদুরো বলেন, এই আগ্রাসন আন্তর্জাতিক জ্বালানি বাজারের ভারসাম্যের জন্য গুরুতর হুমকি তৈরি করছে এবং তিনি ওপেক ও ওপেক প্লাস উভয় জোটের কাছে বিষয়টি আনুষ্ঠানিকভাবে উত্থাপন করেছেন। বিশ্বের সর্বাধিক তেল মজুদ থাকা সত্ত্বেও ২০২৩ সালে ভেনেজুয়েলা মাত্র ৪.০৫ বিলিয়ন ডলারের অপরিশোধিত তেল রপ্তানি করেছে, যা ট্রাম্প প্রশাসনের সময় আরোপিত মার্কিন নিষেধাজ্ঞার ফল। ১৯৬০ সালে প্রতিষ্ঠার পর থেকে ওপেক তেল সরবরাহ নিয়ন্ত্রণ ও বৈশ্বিক দামের ভারসাম্য রক্ষায় যৌথভাবে কাজ করছে।

01 Dec 25 1NOJOR.COM

মাদুরো ভেনেজুয়েলার তেল ও সার্বভৌমত্ব রক্ষায় ট্রাম্পের হুমকির বিরুদ্ধে ওপেকের সহায়তা চান

Person of Interest

logo
No data found yet!