দক্ষিণ আফ্রিকার ফ্রি স্টেট প্রভিন্সের বেলকমের হফস্টাড এলাকায় পারিবারিক কলহের জেরে বাংলাদেশি প্রবাসী রবিন আলী (৩৯) তার দক্ষিণ আফ্রিকান স্ত্রীর ছুরিকাঘাতে নিহত হয়েছেন। শনিবার দিবাগত রাত ৩টার দিকে এ ঘটনা ঘটে। নিহত রবিন আলী ঢাকার যাত্রাবাড়ীর বাসিন্দা ছিলেন এবং দীর্ঘদিন ধরে দক্ষিণ আফ্রিকায় বসবাস করছিলেন। তিনি নর্দার্ন কেপ প্রভিন্সের আপিংটনে একটি দোকানে কাজ করতেন এবং প্রতি কয়েক মাস অন্তর স্ত্রী ও সন্তানদের সঙ্গে দেখা করতে যেতেন। স্থানীয় বাংলাদেশিদের বরাতে জানা গেছে, দাম্পত্য কলহ হঠাৎ সহিংসতায় রূপ নিলে স্ত্রী তাকে ছুরিকাঘাত করেন। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর থেকে অভিযুক্ত স্ত্রী পলাতক রয়েছেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে মামলা দায়ের ও তদন্ত শুরু করেছে।
দক্ষিণ আফ্রিকায় স্ত্রী’র ছুরিকাঘাতে বাংলাদেশি প্রবাসী রবিন আলী নিহত