নিখোঁজ বাংলাদেশ ব্যাংকের উপ-পরিচালক নাইমুর রহমানকে মাদারীপুর শহরের পুরান বাজার এলাকার রয়েল রেস্ট হাউস নামের একটি আবাসিক হোটেল থেকে উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১১ নভেম্বর) রাত ১০টার দিকে মাদারীপুর সদর থানার পুলিশ ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাঈমুর রহমান সরকারের নেতৃত্বে অভিযান চালিয়ে তাকে উদ্ধার করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে নিখোঁজ কর্মকর্তাকে উদ্ধার করা হয়েছে এবং বর্তমানে তিনি থানা হেফাজতে আছেন। হোটেল ম্যানেজার জানান, নাইমুর রহমান একদিন আগে চাকরির সন্ধানে এসেছেন বলে পরিচয় দেন। এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে এবং তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হবে। তার নিখোঁজ হওয়ায় দেশজুড়ে উদ্বেগ তৈরি হলেও এখন তিনি নিরাপদে আছেন।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।