Web Analytics

বগুড়ার শেরপুর উপজেলার ধুনট মোড় এলাকায় মঙ্গলবার (১৩ জানুয়ারি ২০২৬) রাত সাড়ে ১১টার দিকে পুলিশের বিশেষ অভিযানে একটি মিনি কাভার্ডভ্যান থেকে ৬০০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে। এ সময় ঘটনাস্থল থেকেই দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়। আটককৃতরা হলেন গাজীপুরের শরীফ খান (৩৩) ও চাঁদপুরের আমির হোসেন (২৫)।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে শেরপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সজীব শাহরিনের তত্ত্বাবধানে এবং শেরপুর থানার ওসি মো. ইব্রাহিম আলীর নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়। তল্লাশিকালে কাভার্ডভ্যানের ভেতরে বিশেষভাবে লুকিয়ে রাখা ফেনসিডিল উদ্ধার করা হয়। পুলিশ ঘটনাস্থলেই গাড়িটি জব্দ করে এবং এসআই বিকাশ চন্দ্র বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন।

ওসি মো. ইব্রাহিম আলী জানান, আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে এবং এলাকায় মাদক নির্মূলে পুলিশের গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে।

14 Jan 26 1NOJOR.COM

বগুড়ার শেরপুরে ৬০০ বোতল ফেনসিডিলসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

Person of Interest

logo
No data found yet!