বিশেষ সহকারী অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান বলেন, চিকিৎসকদের পেশাগত মান যাচাইয়ে লাইসেন্সিং পরীক্ষা চালু করা দরকার। মানুষের আস্থা ফেরাতে লাইসেন্স পাওয়া চিকিৎসকদেরও নিয়মিত নবায়ন পরীক্ষার ব্যবস্থা করা যায় কিনা- সেটিও বিবেচনায় আনা উচিত। তিনি বলেন, শুধু দুই-তিনটা পেশায় ‘প্র্যাকটিস’ শব্দটি ব্যবহৃত হয়। তার মধ্যে একটি হলো চিকিৎসা। ধারাবাহিকভাবে জ্ঞান অর্জন করতে হয় এমন পেশাগুলোর মধ্যে চিকিৎসা পেশা অন্যতম। সেই ধারাবাহিক জ্ঞানটা আদৌ চিকিৎসকরা অর্জন করছেন কিনা, সেটা নিশ্চিত করার জন্য একটা প্রফেশনাল পদ্ধতি থাকা জরুরি।
চিকিৎসকদের লাইসেন্সিং পরীক্ষা চালু করা দরকার: সায়েদুর রহমান