বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, সংসদ নির্বাচন কেউ ঠেকাতে পারবে না। কেরানীগঞ্জে এক সমাবেশে তিনি বলেন, ১৬ বছরে কিছু না পারলেও এখন ১৬ দিনেই সেটা দেখাতে পারি। প্রধান উপদেষ্টা ড. ইউনূস সুষ্ঠু নির্বাচনের ওয়াদা করেছেন, আমরা তাঁর প্রতিশ্রুতির বাস্তবায়ন আশা করছি। জামায়াতের সমালোচনা করে গয়েশ্বর বলেন, শিক্ষা ও স্বাস্থ্যখাতে তারা আধিপত্য বিস্তার করছে এবং আওয়ামী লীগের দুর্নীতিবাজদের দলে নিচ্ছে। সমাবেশে আরও বক্তব্য দেন বিএনপির হাবিব উন নবী খান সোহেল, শামা ওবায়েদ ও আজিজুল বারী হেলাল। তারা নির্বাচনের সময়সীমা নির্ধারণ ও গয়েশ্বরকে ঢাকা-৩ আসনে জয়ী করার আহ্বান জানান।
যারা বলেন ১৬ বছর বিএনপি কিছু করতে পারেনি তাদের বলব, এখন ১৬ দিনে তা দেখিয়ে দিতে পারি। আমরা দেখাব না। একজন ভদ্রলোক ওয়াদা করছেন, তিনি তার ওয়াদা পূরণ করবেন। যথাসময়ে নির্বাচন দেবেন: গয়েশ্বর