চামড়া বিক্রির অর্থ এতিমের হক। কিন্তু সেই হকের ওপর এবারও বাদ পড়েনি সিন্ডিকেটের থাবা। পরিকল্পিতভাবে সারা দেশে চামড়ার বাজারে ধস নামিয়েছে সিন্ডিকেট। সরকারের চামড়ার ন্যায্য মূল্য নিশ্চিতে বিনামূল্যে লবণ বিতরণ, তিন মাসের জন্য রপ্তানির বাজার খুলে দেওয়া, যথাযথ মূল্য নির্ধারণ করে দেওয়ার মতো ভালো উদ্যোগ সিন্ডিকেট ভালোভাবে নেয়নি। তারা পরিকল্পিতভাবে বাজারে দামের ধ্বস নামিয়েছে। অনেক ক্ষেত্রে পানির দরে নামায় রাস্তায় ফেলে দিয়েছেন মৌসুমি ব্যবসায়ীরা। এছাড়া চট্টগ্রামে ১ লাখ চামড়া ফেলে দেওয়ার ঘটনাকে অতিরিক্ত বলে বলছে বাণিজ্য মন্ত্রণালয়। প্রকৃত সংখ্যা দশ হাজারের কম হবে বলে জানিয়েছে!
পরিকল্পিতভাবে সারা দেশে চামড়ার বাজারে ধস নামিয়েছে সিন্ডিকেট। এতে কুরবানিদাতা, মৌসুমি ব্যবসায়ীসহ অনেকে প্রকৃত মূল্য পাননি চামড়ার।