প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, ফ্যাসিবাদ বিলোপ করে নতুন বাংলাদেশ গঠনের লক্ষ্যেই জুলাই আন্দোলন হয়েছিল এবং সেই লক্ষ্য বাস্তবায়নে সরকার কাজ করছে। তিনি বলেন, যাতে স্বৈরাচার আর মাথাচাড়া না দিতে পারে। মঙ্গলবার জুলাই অভ্যুত্থান স্মরণে মাসব্যাপী কর্মসূচির উদ্বোধনে তিনি আরও বলেন, এ উদযাপন কেবল স্মরণ নয়, একটি নতুন শপথও। জনগণের গণতান্ত্রিক অধিকার ও ঐক্যের গুরুত্ব তুলে ধরে ইউনূস সবাইকে এই জুলাইকে গণজাগরণ ও ঐক্যের মাসে পরিণত করার আহ্বান জানান।
জুলাই আন্দোলনের মর্মবাণী ছিলো ফ্যাসিবাদ বিলোপ করে নতুন বাংলাদেশ গঠন। সে লক্ষ্য বাস্তবায়নে কাজ করছে সরকার; যাতে স্বৈরাচার আর মাথা চাড়া না দিতে পারে: প্রধান উপদেষ্টা