বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে পিরোজপুরের ইন্দুরকানী উপজেলাজুড়ে নেমে এসেছে গভীর শোকের ছায়া। শ্রদ্ধা জানাতে বৃহস্পতিবার (১ জানুয়ারি) সকাল থেকে উপজেলার সব ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ রাখা হয়। পাড়েরহাট, পত্তাশী ও ঘোষেরহাটসহ বিভিন্ন বাজারে দোকানপাট বন্ধ দেখা যায়, অনেক মার্কেটের ফটকে তালা ঝুলিয়ে দেওয়া হয় এবং কালো পতাকা ও জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়।
ইন্দুরকানী বাজার ব্যবস্থাপনা কমিটির সিনিয়র যুগ্ম সম্পাদক মো. শাহিদুল ইসলাম জানান, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে ব্যবসায়ীরা স্বতঃস্ফূর্তভাবে দোকান বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন। তিনি বলেন, দিনভর সব ধরনের বাণিজ্যিক কার্যক্রম বন্ধ থাকবে।
২০০২ সালের ২১ এপ্রিল বেগম খালেদা জিয়া ইন্দুরকানীতে এসে তৎকালীন জিয়ানগরকে পূর্ণাঙ্গ উপজেলা ঘোষণা করেছিলেন। পরে আওয়ামী লীগ সরকার এর নাম পরিবর্তন করে ইন্দুরকানী রাখে। তার মৃত্যুতে স্থানীয়দের মধ্যে শোক ও শ্রদ্ধার আবহ বিরাজ করছে।
খালেদা জিয়ার মৃত্যুতে ইন্দুরকানীতে দোকানপাট বন্ধ রেখে শোক প্রকাশ