উপদেষ্টা আসিফ মাহমুদ বলেছেন, ‘ডেঙ্গু প্রতিরোধে আন্ত:মন্ত্রণালয়ভিত্তিক কার্যক্রম সমন্বিতভাবে গ্রহণ করতে হবে এবং জনসচেতনতা বৃদ্ধিতে অধিকতর গুরুত্ব প্রদান করতে হবে।’ তিনি বলেন, ডেঙ্গুর সচেতনতা বৃদ্ধিতে অনলাইনে, মিডিয়ায় এবং গ্রামাঞ্চলে প্রচারণা বৃদ্ধি করতে হবে। আরো বলেন, জনসম্পৃক্ততা বাড়াতে মসজিদ-মন্দিরসহ ধর্মীয় প্রতিষ্ঠানের পাশাপাশি ভলেন্টিয়ারি প্রতিষ্ঠান এর সদস্যবৃন্দদের যুক্ত করতে হবে। আন্ত:মন্ত্রণালয়ভিত্তিক ডেঙ্গু ও মশক প্রতিরোধে জাতীয় কমিটির সভা দ্রুত আয়োজন এবং পূর্বের গৃহীত সিদ্ধান্তসমূহ বাস্তবায়নের কথা উল্লেখ করে ডেঙ্গু প্রতিরোধে বিশেষজ্ঞ কমিটির কার্যক্রম আরো বাড়ানোর বিষয়ে দৃষ্টি আকর্ষণ করেন তিনি।
ডেঙ্গু প্রতিরোধে আন্ত:মন্ত্রণালয়ভিত্তিক কার্যক্রম সমন্বিতভাবে গ্রহণ করতে হবে: উপদেষ্টা আসিফ মাহমুদ