যুক্তরাষ্ট্র জাতিসংঘের মানবিক সহায়তা কার্যক্রমের জন্য ২ বিলিয়ন মার্কিন ডলার বরাদ্দ দিয়েছে, যার আওতায় বাংলাদেশসহ ১৭টি দেশ থাকবে। অর্থটি একটি ‘আমব্রেলা ফান্ড’-এর মাধ্যমে নির্দিষ্ট সংস্থা ও অগ্রাধিকারভিত্তিক খাতে বিতরণ করা হবে। ট্রাম্প প্রশাসনের নতুন আর্থিক নীতির অংশ হিসেবে বৈদেশিক সহায়তা কমিয়ে এই উদ্যোগ নেওয়া হয়েছে, যদিও প্রশাসন এটিকে উদার অনুদান হিসেবে উল্লেখ করেছে।
পূর্ববর্তী বরাদ্দের তুলনায় এই অর্থের পরিমাণ কম হলেও যুক্তরাষ্ট্র দাবি করেছে, এটি দেশটিকে বিশ্বের বৃহত্তম মানবিক দাতা হিসেবে ধরে রাখবে। তবে নতুন পদ্ধতিতে অনেক মানবিক কর্মসূচিতে বড় ধরনের কাটছাঁট ও উদ্বেগ তৈরি হয়েছে। আফগানিস্তান ও ফিলিস্তিনি ভূখণ্ড তালিকায় নেই; ফিলিস্তিনের জন্য সহায়তা আসবে ট্রাম্পের অসম্পূর্ণ গাজা শান্তি পরিকল্পনার মাধ্যমে।
জাতিসংঘের তথ্যমতে, ২ বিলিয়ন ডলার সাম্প্রতিক বছরের মানবিক সহায়তার তুলনায় খুবই সামান্য। সমালোচকেরা সতর্ক করেছেন, পশ্চিমা দেশগুলোর সহায়তা কমে গেলে লাখো মানুষ ক্ষুধা, বাস্তুচ্যুতি ও রোগের ঝুঁকিতে পড়তে পারে এবং আন্তর্জাতিক প্রভাবও হ্রাস পেতে পারে।
জাতিসংঘের মানবিক তহবিলে যুক্তরাষ্ট্রের ২ বিলিয়ন ডলার, বাংলাদেশসহ ১৭ দেশ পাবে