ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাবেক কমিশনার আছাদুজ্জামান মিয়া, তার স্ত্রী আফরোজা জামান, মেয়ে আয়েশা সিদ্দিকা ও দুই ছেলে আসিফ শাহাদাৎ এবং আসিফ মাহদিনের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেছেন আদালত। দুর্নীতি দমন কমিশন (দুদক) তাদের সম্পদ অনুসন্ধানে তিন সদস্যের একটি টিম গঠন করেছে। দুদকের আবেদনে বলা হয়, অভিযুক্তরা বিদেশে পালিয়ে গেলে অভিযোগ সংশ্লিষ্ট রেকর্ডপত্র ও সম্পদ উদ্ধার ব্যাহত হতে পারে।
দুদকের আবেদনের পর আদালত আছাদুজ্জামান মিয়াসহ আটজনের নামে থাকা ২২ কোটি ৬৫ লাখ ৫৩ হাজার ৩৩০ টাকার স্থাবর সম্পদ জব্দের আদেশ দেন। এসব সম্পদের মধ্যে রয়েছে গুলশানের জোয়ার সাহারায় ছয়তলা ভবন, ধানমন্ডি ও গুলশানে দুটি ফ্ল্যাট, পূর্বাচল ও আফতাবনগরে জমি, এবং গাজীপুর, ফরিদপুর ও নারায়ণগঞ্জে জমি। আদালত সূত্র জানায়, এসব সম্পদ জব্দ না করলে রাষ্ট্রের ক্ষতি হতে পারে এবং অভিযুক্তদের দেশত্যাগ অনুসন্ধান ব্যাহত করবে।
২০২৪ সালের সেপ্টেম্বর মাসে র্যাব আছাদুজ্জামান মিয়াকে গ্রেপ্তার করে। তিনি ২০১৫ থেকে ২০১৯ সাল পর্যন্ত ডিএমপি কমিশনার এবং পরবর্তীতে জাতীয় নিরাপত্তা সেলের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন।
সাবেক ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া ও পরিবারের দেশত্যাগে আদালতের নিষেধাজ্ঞা