৫ আগস্ট গণঅভ্যুত্থানের মুখে পতন হয় আওয়ামী লীগ সরকারের। দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেন ক্ষমতাচ্যুত শেখ হাসিনা। অন্তর্বর্তী সরকারের দায়িত্ব গ্রহণ করেন ড. মুহাম্মদ ইউনূস। গার্ডিয়ানের সঙ্গে এক সাক্ষাৎকারে তিনি বলেন, শেখ হাসিনা দেশের অপূরণীয় ক্ষতি করে গেছেন। এটি ছিল সম্পূর্ণরূপে বিধ্বস্ত একটি দেশ, আরেকটি গাজার মতো। তার ভাষ্য, ‘হাসিনার শাসনামলে কোনো সরকার ছিল না, ছিল দস্যুদের একটি পরিবার। হাসিনার যেকোনো আদেশই তখন সম্পন্ন করা হতো। কেউ সমস্যা তৈরি করছে? তাকে উধাও করে দাও। নির্বাচন করতে চান? তারাই নিশ্চিত করতো আপনি যেন সেই আসনে জয়ী হন। বলেন, ব্যাংক থেকে তারা এক মিলিয়ন ডলার ঋণ নিয়ে দিতো, যা আপনাকে কখনোই ফেরত দিতে হবে না। এছাড়া হাসিনাকে আশ্রয় দিয়ে ভারতের কথা বলার প্লাটফর্ম দেওয়াকে প্রধান উপদেষ্টা বিপজ্জনক হিসেবে উল্লেখ করেছেন।
বাংলাদেশের অবস্থা ছিল গাজার মতো: প্রধান উপদেষ্টা