Web Analytics

বামপন্থি প্রার্থী ক্যাথেরিন কনোলি আয়ারল্যান্ডের প্রেসিডেন্ট নির্বাচনে ঐতিহাসিক জয় অর্জন করেছেন। মোট ভোটের ৬৩ শতাংশ পেয়ে তিনি ডানপন্থি প্রতিদ্বন্দ্বী হেদার হাম্পফ্রিসকে পরাজিত করেছেন, যিনি পেয়েছেন ২৯ দশমিক ৫ শতাংশ ভোট। শনিবার সন্ধ্যায় ৪৩টি নির্বাচনী এলাকার ভোট গণনা শেষে আনুষ্ঠানিকভাবে কনোলিকে বিজয়ী ঘোষণা করা হয়। বিজয়ী ভাষণে তিনি বলেন, তিনি এমন একজন প্রেসিডেন্ট হবেন যিনি “শুনবেন, প্রতিফলিত করবেন এবং প্রয়োজনে কথা বলবেন।” তিনি আহ্বান জানান—“সবার মূল্যায়ন করে এমন একটি নতুন প্রজাতন্ত্র গড়তে।” পরাজয় স্বীকার করে হাম্পফ্রিস বলেন, “ক্যাথেরিন সবার জন্য প্রেসিডেন্ট হবেন, আমারও।” ৬৮ বছর বয়সী কনোলি তরুণ ভোটারদের আকৃষ্ট করেছেন তার সামাজিক ন্যায়ের প্রতিশ্রুতি ও গাজা ইস্যুতে ইসরাইলবিরোধী অবস্থানের মাধ্যমে। বামপন্থি দলগুলোর জোটের সমর্থনে এই বিজয় আয়ারল্যান্ডের রাজনীতিতে নতুন পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে।

26 Oct 25 1NOJOR.COM

ক্যাথেরিন কনোলি। ছবি: সংগৃহীত

Person of Interest

logo
No data found yet!