বাংলাদেশ ও শ্রীলংকার মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে ভিত্তি করে কলম্বোর সঙ্গে অর্থনৈতিক সহযোগিতা জোরদারের ওপর গুরুত্ব দিয়েছে ঢাকা। পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়ামের সঙ্গে সাক্ষাতে শ্রীলংকার হাইকমিশনার ধর্মপাল বীরাককোডি বাণিজ্য, তথ্যপ্রযুক্তি, শিক্ষা, পর্যটন ও ওষুধ রপ্তানি নিয়ে আলোচনা করেন। শ্রীলংকার শিক্ষা প্রতিষ্ঠান বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত করার বিষয়েও আলোচনা হয়। উভয় পক্ষ নতুন সহযোগিতার পথ অনুসন্ধানের কথা বলেছে এবং বছরের শেষে পরবর্তী পর্যায়ের ফরেন অফিস কনসালটেশন (এফওসি) অনুষ্ঠানের প্রস্তাবকে স্বাগত জানিয়েছে।
কলম্বোর সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক জোরদারে আগ্রহী ঢাকা