জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সদস্যদের দলীয় মনোনয়নের পরিবর্তে জনগণের প্রত্যক্ষ ভোটে সরাসরি নির্বাচন হওয়া উচিত বলে মত দিয়েছেন এনসিপির নেতারা। দলীয় সেমিনারে সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন বলেন, আজকের বাংলাদেশ তৈরি করার যে আন্দোলন তার সবটাতেই এ দেশের নারীরা অংশ নিয়েছে। কিন্তু সিদ্ধান্ত গ্রহণকারী রাজনৈতিক নিউক্লিয়াসের যে অংশটা আছে সেখানে কোনো নারী সদস্য স্থান পায় না। অনুষ্ঠানে তাজনূভা জাবিন বলেন, নারীর মর্যাদা রক্ষায় আমাদের রাজনৈতিক মতাদর্শকে এক পাশে রেখে সবাইকে ঐক্যবদ্ধভাবে সমানতালে কাজ করতে হবে।
জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সদস্যদের দলীয় মনোনয়নের পরিবর্তে জনগণের প্রত্যক্ষ ভোটে সরাসরি নির্বাচন হওয়া উচিত বলে মত দিয়েছেন এনসিপির নেতারা।