জুলাই গণহত্যায় হাসিনার আস্থাভাজন বিটিভির প্রধান বার্তা সম্পাদক মুন্সী ফরিদুজ্জামান, সৈয়দা তাসমিনা আহমেদ ও শামসুল আলমের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিশ্চিত করার পাশাপাশি দেশত্যাগে নিষেধাজ্ঞা জারির দাবি জানিয়েছে ফ্যাসিবাদ প্রতিরোধ আন্দোলন। এক মানববন্ধনে বাংলা পোস্টের ভারপ্রাপ্ত সম্পাদক মোহাম্মদ অলিদ বলেন, হাসিনা দেশ ছেড়ে পালালেও তার এবং হাছান মাহমুদের আস্থাভাজন সৈয়দা তাসমিনা ও ফরিদুজ্জামান বহাল তবিয়তে রয়েছেন বিটিভিতে। উল্টো বিটিভি নিউজের দায়িত্ব দেওয়া হয়েছে ২০০৯ সাল থেকে ২০১৪ সাল পর্যন্ত হাসিনার প্রেস উইংয়ের সদস্য ফরিদুজ্জামানকে। শুধু তাই নয়, ২০২৪ সালের ৭ জুলাই বিটিভি কর্তৃপক্ষ আন্দোলন দমনে এবং আরাফাতের নির্দেশে মিথ্যা প্রপাগান্ডার যে সংবাদ প্রচারের সিদ্ধান্ত নেয়, সেই কমিটির প্রধান করা হয় শামসুল আলমকে। দুঃখের বিষয় হলেও সত্যি, ছাত্র হত্যার নেতৃত্বদানকারী শামসুল আলম এখন বিটিভির হয়ে প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের সদস্য। তিনি জানান, ফরিদুজ্জামান ও তাসমিনা গংদের হাত ধরেই রাষ্ট্রের গুরুত্বপূর্ণ তথ্য ও ভিডিওচিত্র যাচ্ছে হাছান মাহমুদের কাছে।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।