ঢাকায় এক অনুষ্ঠানে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জুলাই বিপ্লবে নিহত স্কাউটদের বীরত্বকে অভূতপূর্ব বলে উল্লেখ করেন। তিনি বাংলাদেশ স্কাউটসের কাব কার্নিভালে নিজের স্কাউটিং অভিজ্ঞতা তুলে ধরে কিশোরদের বৈশ্বিক জ্ঞান অর্জনের ওপর গুরুত্বারোপ করেন। ইউনূস বলেন, যারা এগিয়ে গেছে তাদের দায়িত্ব এখন অন্যদের সাহায্য করা। অনুষ্ঠানে শহীদ আট স্কাউটের পরিবারকে গ্যালানট্রি অ্যাওয়ার্ড ও প্রতিযোগিতায় বিজয়ীদের শাপলা কাব অ্যাওয়ার্ড প্রদান করা হয়।
জুলাই বিপ্লবে বাংলাদেশি স্কাউটদের আত্মত্যাগ বিশ্ব ইতিহাসে অনন্য: ইউনূস