Web Analytics

বাংলাদেশ নির্বাচন কমিশন জানিয়েছে, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে দেশি-বিদেশি মিলিয়ে প্রায় ৫৬ হাজার পর্যবেক্ষক ভোটকেন্দ্রে উপস্থিত থাকবেন। কমিশনের অনুমোদন অনুযায়ী, তারা ভোটের দিন মাঠপর্যায়ে কার্যক্রম পর্যবেক্ষণ করবেন। ইসির জনসংযোগ শাখার সহকারী পরিচালক মো. আশাদুল হক জানান, ৮১টি দেশি সংস্থার মাধ্যমে ৫৫ হাজার ৪৫৪ জন এবং বিদেশি প্রায় ৫০০ পর্যবেক্ষক ভোট পর্যবেক্ষণে অংশ নেবেন। ১২ ফেব্রুয়ারি সকাল ৭টা ৩০ মিনিট থেকে বিকেল ৪টা ৩০ মিনিট পর্যন্ত একটানা ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে, যেখানে ভোটাররা সংসদ নির্বাচন ও গণভোটে রায় দেবেন।

ইসি জানিয়েছে, দেশীয় সংস্থার পাশাপাশি আন্তর্জাতিক পর্যবেক্ষকরাও ভোটগ্রহণের পরিবেশ, আইনশৃঙ্খলা পরিস্থিতি ও ভোটারদের অংশগ্রহণ নিবিড়ভাবে পর্যবেক্ষণ করবেন। কমিশনের কর্মকর্তারা বলেন, পর্যবেক্ষকদের উপস্থিতি নির্বাচনের স্বচ্ছতা ও গ্রহণযোগ্যতা নিশ্চিত করতে সহায়ক হবে। তারা ভোটকেন্দ্রের ভেতর ও বাইরে পরিস্থিতি পর্যবেক্ষণ করে প্রতিবেদন তৈরি করবেন, যা পরবর্তীতে কমিশনে জমা দেওয়া হবে।

কমিশনের মতে, বিদেশি প্রতিনিধিদের অংশগ্রহণের মাধ্যমে বাংলাদেশের নির্বাচন প্রক্রিয়া নিয়ে আন্তর্জাতিক মহলে আস্থা বৃদ্ধি পাবে।

27 Jan 26 1NOJOR.COM

১২ ফেব্রুয়ারির নির্বাচন ও গণভোটে ৫৬ হাজার দেশি-বিদেশি পর্যবেক্ষক মাঠে থাকবে

Person of Interest

logo
No data found yet!