বাংলাদেশ সরকারি কর্ম কমিশনে (পিএসসি) নতুন তিন সদস্য নিয়োগ দিয়েছে সরকার, এতে মোট সদস্য সংখ্যা দাঁড়াল ১৮। নিয়োগপ্রাপ্তরা হলেন ড. মো. মহিউদ্দিন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মুহাম্মদ শাহীন চৌধুরী ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. এম আমজাদ হোসেন। গেজেটে জানানো হয়, সংবিধানের ১৩৮(১) অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি এ নিয়োগ দিয়েছেন। তারা পাঁচ বছর মেয়াদে বা ৬৫ বছর পূর্ণ না হওয়া পর্যন্ত, যেটি আগে ঘটে, কমিশনে দায়িত্ব পালন করবেন।
বাংলাদেশ সরকারি কর্ম কমিশনে নতুন তিন সদস্য নিয়োগ