ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক বলেছেন, দেশের মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছে কবে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে নিজেদের পছন্দের প্রার্থীকে নির্বাচিত করতে পারবে। গত ১৫ বছর ধরে জনগণ ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি এবং এখন তাদের অধিকার ফিরিয়ে নেয়ার সময় এসেছে। তিনি পিআর পদ্ধতিকে ‘গণবিচ্ছিন্ন’ উল্লেখ করে বলেন, যারা ইউপি মেম্বার হওয়ার যোগ্য নন, তারাই সংসদ সদস্য হওয়ার স্বপ্নে বিভোর। তিনি দলীয় নেতাকর্মীদের উদ্দেশে বলেন, সাধারণ মানুষের ওপর কোনো অন্যায় করা যাবে না এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় বজায় রাখতে হবে। আগামী ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে বলে আশাবাদ ব্যক্ত করে তিনি সবাইকে ঐক্যবদ্ধ ও সতর্ক থাকার আহ্বান জানান। তারেক রহমানের নেতৃত্বে সব ষড়যন্ত্র মোকাবিলার অঙ্গীকার করেন।
আমিনুল হক পিআর পদ্ধতিকে ‘গণবিচ্ছিন্ন’ উল্লেখ করে বলেন, যারা ইউপি মেম্বার হওয়ার যোগ্য নন, তারাই সংসদ সদস্য হওয়ার স্বপ্নে বিভোর।