সিরাজগঞ্জের এনায়েতপুরে ইফতার মাহফিলকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ছাত্রদল নেতা কবির হোসেন (২৮) বুধবার মারা গেছেন। কবির হোসেন এনায়েতপুর থানার সদিয়া চাঁদপুরের ২নং ওয়ার্ড ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক। হত্যাকাণ্ডের প্রতিবাদে বুধবার সন্ধ্যায় নেতাকর্মীরা কেজির মোড় এলাকায় বিক্ষোভ মিছিল করেছেন। অভিযোগ, সদিয়া চাঁদপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি সাইফুল ইসলাম মিঠু মীর ও সাধারণ সম্পাদক কালাম সিকদারের নেতৃত্বে ছাত্রদল নেতা কবিরকে হত্যা করা হয়েছে। মঙ্গলবার ইফতার মাহফিলকে কেন্দ্র করে চাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে দুপক্ষের সংঘর্ষের পর চিকিৎসাধীন অবস্থায় মারা যান কবির হোসেন।